সর্বনাশিনী, লেখক – সায়ন্তনী পূততুন্ড, প্রকাশক – বিভা পাবলিকেশন
মৃত্যুর আগেই ফেসবুকে ফোরকাস্ট হয়ে যাচ্ছে ব্যক্তির নাম। খুনি ওরফে সর্বনাশিনী – একজন গভীর জলের মাছ। সিআইডি অধিরাজ ও তার টিম কিভাবে ছলে-বলে-কৌশলে খুনিকে ধরল, তাই নিয়েই গল্প। উপন্যাসটি গোয়েন্দা অধিরাজ সিরিজের একটি অংশ।
প্রথম দিকটা মনে হল প্রচুর অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে পাতা বাড়ানোর চেষ্টা হয়েছে। থ্রিলার শুরু হবার আগেই কমিক রিলিফের ব্যবহারটাও মাত্রাতিরিক্ত লেগেছে। তবে পূর্বে ঘটা প্রতিটা ঘটনার সাথে সর্বনাশিনীর যোগসূত্রটা ভালোভাবেই বেঁধেছেন লেখিকা। অর্ধেক উপন্যাসের পর থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা – যা বই থেকে পাঠককে আলাদা হতে দেয় না। নায়ক অধিরাজ-কে পারফেক্ট মানুষ হিসেবে দেখানো হয়েছে, তাই মাঝে মাঝে তাকে অতিমানবও মনে হয়। আরেকটা জিনিস পড়তে পড়তে মনে হচ্ছিল, সাদা মনের প্রশ্ন – লেখিকার প্রেমিক কি সত্যিই কোনো ফরেন্সিক এক্সপার্ট? 😁 মানে… টেকনিক্যাল টার্ম, ফরমালিটিজ, বিষ, ড্রাগ – এইসব ব্যাপারে তার জ্ঞান এর ছাপ পাওয়া যায় লেখায়। উপন্যাস শেষ হতে হতে আবার সিরিজের পরবর্তী খণ্ডের খোঁচাও দিয়ে যান লেখিকা। বইটি বেশ সুখপাঠ্য।
1 thought on “বই রিভিউ | সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড”