আমার বাড়ির পাশে একটা মন্দির আছে এবং একটা মসজিদ আছে। ছোটবেলায় যখন রাস্তা ধরে স্কুল যেতাম তখন দু’ জায়গাতেই খানিক দাঁড়াতাম। মন্দিরের সামনে এসে দু’ হাত একসাথে করে, কপালে ছোঁয়াতাম। মসজিদের সামনে এসেও ঠিক একইভাবে প্রণাম করতাম।
এখন বড় হয়েছি। এখন কোনো মন্দির বা মসজিদের সামনে দু’ দন্ড দাঁড়াই না। প্রণাম করিনা। এখন আমার যুক্তিবাদী মন বলে – ঈশ্বর আছেন মানুষের ভিতরেই। মন্দির-মসজিদ হল বিভাজন নীতি দ্বারা সৃষ্ট এক-একটা সামাজিক ঘেরাটোপ। আমার যদি প্রণাম করতেই হয় তাহলে মানুষকে করব। তার গুণকে করব, তার বেঁচে থাকার সংগ্রামকে করব, তার ভালোবাসাকে করব। এগুলোই তো ঐশ্বরিক প্রকাশ!
সবই ঠিক আছে, তবে মাঝে মাঝে আমি সেই ছোটবেলার সরলমনা ছেলেটাকে মিস করি। মনে হয় – বড় হাওয়ার সাথে সাথে মনটা আমার জটিল হয়ে গেছে। কিন্তু আমিতো কখনোই জটিল হতে চাইনি। আমি সবার বন্ধু হতে চেয়েছিলাম, ভালো মানুষ হতে চেয়েছিলাম।
——————————————————————————————————————————————–
সেন এন্টারটেইনমেন্ট-এর নিবেদনে, আমাদের টীম-এর দ্বারা নির্মিত শর্ট ফিল্ম ‘বন্ধু : The Bond Beyond Communities’ আসছে খুব তাড়াতাড়ি। খুবই ছোট্ট একটা কাজ। সকলে দেখে মতামত জানাবেন। 🙏