সেন এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠান ‘Lock Down Special Activities’

Lock Down Special Activities

1) গোষ্ঠীসঙ্গীত : রণিত সামুই, বিনায়ক সামন্ত, আদিত্য সাহা, সাদাত হোসেন, স্বাত্বিক চক্রবর্তী, অস্মিত ঘোষ, কৌস্তুভ চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায় – https://youtu.be/p5MH2jOBT3E
2) গোষ্ঠী নৃত্য : অনুষ্কা মণ্ডল, উষসী সামন্ত,জীনাত নওশীন, রাজন্যা ঠাকুর – https://youtu.be/M-BlPlDfg1k
3) কবিতা পাঠ : ত্রৈশী সামন্ত – https://youtu.be/_KPjIJPl54M
4) কবিতা পাঠ : স্বস্তিক কোঙার – https://youtu.be/1NyWgsYFN8Q
5) নার্সারি রাইমস : অহনা দত্ত – https://youtu.be/rZHoI_awHT4
6) গীটার যুগলবন্দি : দেবশ্রী চক্রবর্তী, পূর্বায়ন চক্রবর্তী – https://youtu.be/hBGi8O0qjOY
7) একাকী নৃত্য : কস্তুরী চক্রবর্তী – https://youtu.be/h_iHCsCNBaI
8) একাকী সঙ্গীত : সৈকত বালা – https://youtu.be/jHQLA2QsvE0
9) একাকী সঙ্গীত : প্রিয়দর্শিনী রায় – https://youtu.be/FVFnNn6QKIU
10) একাকী সঙ্গীত : তাবাস্সুম মোল্লা (তবলা – সাদাত হোসেন) – https://youtu.be/YFx5XTq6v1A
11) একাকী সঙ্গীত : শবনম মোল্লা (তবলা – সাদাত হোসেন) – https://youtu.be/tjQl6JSVX_c

সেন এন্টারটেইনমেন্টের নজরুল জয়ন্তী উদযাপন

বিদ্রোহী কবিকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য 💐

গান :
১) দে দোল দে দোল – মণিকা ঠাকুর – https://youtu.be/Vu1oPm3t07w
২) অঞ্জলি লহ মোর – দেবাঞ্জলি রুদ্র – https://youtu.be/TBTQQvAxipc
৩) দোলা লাগিল – তিয়াসা গঙ্গোপাধ্যায় – https://youtu.be/8-zJ_bho2pY
৪) মদির স্বপনে – পিঙ্কু চক্রবর্তী – https://youtu.be/f6NtjJW0Dgs
৫) মনে পড়ে আজ – তাবাস্সুম মোল্লা (তবলা: সাদাত হোসেন) – https://youtu.be/YhdpiChh6Kw
৬) আমি যার নূপুরের ছন্দ – কৌস্তুভ চক্রবর্তী ও কস্তুরী চক্রবর্তী – https://youtu.be/tHY8EUIli4o
৭) মন জপ নাম – শুভশ্রী গুপ্ত – https://youtu.be/HV4NvmFTr2o

কবিতা পাঠ :
১) বর প্রার্থনা – সোনালী নাগ – https://youtu.be/7mcJbcvxNQk
২) সাম্যবাদী – প্রসূন বন্দ্যোপাধ্যায় – https://youtu.be/frNF1vzhZmo
৩) খাঁদু দাদু – পূর্বায়ন চক্রবর্তী – https://youtu.be/HeSJP_AugsQ
৪) চল চল চল – স্বাত্বিক চক্রবর্তী – https://youtu.be/y6_ZRm0mA3w
৫) লিচু চোর – অস্মিত ঘোষ – https://youtu.be/ln6YmqEFE1Q

নাচ :
১) রিম ঝিম রিম ঝিম ঘন দেয়া বরষে – উদিষা পাঠক – https://youtu.be/RtIgN3QNMDM
২) সৃজন ছন্দে আনন্দে – কস্তুরী চক্রবর্তী – https://youtu.be/Vu1oPm3t07w
৩) পরদেশী মেঘ – অনুষ্কা মণ্ডল ও উষসী সামন্ত – https://youtu.be/Us9gE7IbRwM
৪) শুকনো পাতার নূপুর পায়ে – দীপান্বিতা চট্টোপাধ্যায় – https://youtu.be/cnyfOeGmujY
৫) তোমার বিনা তারের গীতি – অনুষ্কা মণ্ডল – https://youtu.be/VmN_zHd_xso

বইয়ের খবর | বৃত্তের বাহিরে, কবি – মোঃ ঈমান হাওলাদার আলিফ

অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হলো রূপালী আগুন প্রকাশন এর ব্যানারে তরুণ কবি মোঃ ঈমান হাওলাদার আলিফ এর একক কাব্যগ্রন্থ “বৃত্তের বাহিরে”। বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দ প্রকাশ করেছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক, প্রকাশক- মোঃ শহিদুল ইসলাম (ইমরান)।।

বইটি উৎসর্গ করা হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী খন্দকার এনামুল হক। কম্পোজ করেছে নূর হোসেন কম্পিউটার। বইটির পরিবেশনায় আছে ছিন্নপত্র। এছাড়া যশোর জেলার অভয়নগরের ‘বইমেলা’ লাইব্রেরী ও পরিবেশনা করেছে বইটি। অনলাইন পরিবেশনায় আছে রকমারি.কম। বইটি প্রকাশের সার্বিক সহযোগিতা করেছেন যশোর অভয়নগরের সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, জনাব আব্দুর রব। তিনি বলেন,ছোটবেলা থেকে কবিদের সব নান্দনিক সৃষ্টি ও সংগ্রামী জীবন দেখে কবি ও কবিতার প্রেমে পড়েন তরুণ প্রজন্মের কবি মোঃ ঈমান হাওলাদার আলিফ।নিজের ভেতর গড়ে তুলতে শুরু করেন কবি সত্ত্বাকে। খুব অল্প বয়সেই লিখতে শুরু করেন কবিতা। চতুর্থ শ্রেণীতে অধ্যায়নকালে লেখেন তার প্রথম কবিতা “প্রেম ভাবনা” সেই থেকে যাত্রা শুরু। বঙ্গবন্ধুর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ছাত্র রাজনীতিতেও খুব অল্প বয়সে জড়িয়ে পড়েন। সমাজের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন কলমের মাধ্যমে তরুন প্রজন্মের এই কবি। কবি মনে করেন সমাজের অসংগতিগুলো পেশিশক্তি দিয়ে যতটা আঘাত করা যায় মেধাশক্তি বা কলম দিয়ে তারচেয়ে আরও অধিক জোরে আঘাত করা সম্ভব। তার অধিকাংশ কবিতা সমাজের অবহেলিত শ্রেণীর মানুষের অধিকার আদায় এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্বে। বহু রং আর বহু স্বাদ নিহত তার লেখার ভেতর।।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক, প্রকাশক মোঃ শহিদুল ইসলাম ইমরান বইটি নিয়ে বলেন, “কবি মোঃ ঈমান হাওলাদার আলিফ ইতিমধ্যে লেখালেখিতে বেশ সফলতার পরিচয় দিয়েছে। কবি তার মনের মাধুরি মিশিয়ে অসাধারণভাবে রচনা করেছে বৃত্তের বাহিরে কাব্যগ্রন্থটি। বর্তমান সময়ের পান্ডুলিপি প্রণয়কালে কবির রচনাশেলী ও কবিতার মর্মকথা মুগদ্ধ করেছে আমাকে। কবি তার সৃজনশীলতার সবটুকু দিয়ে অসাধারণ শৈল্পিক কাব্য রচনা করেছে । বইটি পড়ে সত্যি আমি মুগ্ধ। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমী পাঠকের কাব্য রস আস্বাদনে এই বইটি অসাধারণ ভূমিকা রাখবে। এরকম একটি বই প্রকাশ করতে পেরে সত্যি আমি অসম্ভম আনন্দিত। আমি কবির উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। অবশেষে বইটির সাফল্য কামনা করে শেষ করছি”। বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।।

প্রসঙ্গত, মোঃ ঈমান হাওলাদার আলিফ যশোর জেলার অভয়নগর থানায় নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ‘দৈনিক নওয়াপাড়া’ পত্রিকায় তার প্রথম কবিতা ‘মুজিব তুমি’ প্রকাশিত হয়।একক ভাবে এটি তার প্রথম কাব্যগ্রন্থ। যৌথ কাব্যগ্রন্থ “শত নক্ষত্রে কাব্যের আকাশ”।